ইতিমধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকাকে বিচ্ছিন্ন করে ফেলেছে দখলদার বাহিনী। সেখানকার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনাও করছে ইসরাইল। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ মোরাগ করিডোরে ইসরাইলি বাহিনীর অবস্থান পরিদর্শনকালে এ ঘোষণা দিয়েছে।
তিনি আরও বলেন, বিস্তৃত এলাকা দখল করে (গাজার) ইসরাইলের নিরাপত্তা অঞ্চলে যুক্ত করা হচ্ছে, যার ফলে গাজা আরও ছোট এবং বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ফলে হামাসের পক্ষে কাজ করা আরও কঠিন হয়ে পড়বে। এ পরিকল্পনাটি মূলত গাজায় আটক ইসরাইলি বন্দিদের মুক্তির জন্য এবং হামাসকে পরাজিত করা।