পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জোর দখল করে পুকুর থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ৭ এপ্রিল উপজেলার ৬নং ওয়ার্ডের ছোট শিবা এলাকায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৬নং ওয়ার্ডের ছোট শিবা এলাকার শাহজাহান ফরাজীর ৩ একর পুকুর থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যায় মৃত রশিদ ফরাজীর ছেলে লিটন ফরাজী, মাসুদ ফরাজী, স্থানীয় সুদি ব্যবসায়ী মোঃ হাদী হাওলাদার, মিনারা বেগমসহ আরও অজ্ঞাতনামা অনেকেই। তবে জায়গাটি নিয়ে আদালতে এখনো মামলা চলছে।
এদিকে মামলা সূত্রে জানা যায়, ছোট শিবা মৌজার সাবেক জে এল নং১৬২ হালে ১৩৬, বন্দোবস্ত কেস নং ৭৭৮ গলা/১৯৫৯-৬০, বন্দোবস্ত খতিয়ান নং ৬৭৫, বন্দোবস্ত দাগ নং ৪২৩৯/৪২৪০ মোট জমির পরিমান ৩ একর। উক্ত ভূমি বন্দোবস্ত হোল্ডার মোঃ সুলতান আহম্মেদ নামে ১ টাকায় রেকর্ড হয়। তবে এবিষয়ে প্রতিপক্ষ লিটন ফরাজীর থেকে জমাজমির কাগজপত্র দেখাতে পারেনি।
এবিষয়ে ভুক্তভোগী শাহজাহান ফরাজী বলেন আইনি সহায়তার জন্য চরকাজল পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানালে তারা আদালত গিয়ে মামলা করতে বলে। এছাড়াও বহু বার স্থানীয় গন্যমান্য ব্যক্তি, ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ সালিশ বৈঠকেও কোন সুরাহা করতে পারেনি। তাই তিনি সরকারে কাছে ও সরকারের উর্ধতন কর্মকর্তাদের কাছে তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবী জানান।