চীনে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৯ এপ্রিল) সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের চেংদে শহরে অগ্নিকাণ্ড ও প্রাণহানির এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) উত্তর-পূর্বের লংহুয়া কাউন্টির একটি নার্সিং হোমে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর নার্সিংহোমের অন্যান্য বয়স্ক ব্যক্তিদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কী কারণে সেখানে অগ্নিকাণ্ড ঘটল তা তদন্ত করা হচ্ছে।