ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি এই বর্বরতার বিরুদ্ধে আগামী ১১ এপ্রিল পাকিস্তানে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
গত রবিবার (৬ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনানুযায়ী, লাহোরের মানসুরায় এক সংবাদ সম্মেলনে দলটির নেতা হাফিজ নাঈম-উর-রহমান এই ঘোষণা দেন। তিনি বিশ্বব্যাপী ১৯০ কোটি মুসলিম জরগণের মধ্যে ঐক্য এবং নিপীড়নের বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।