বলিউড তারকা আয়ুষ্মান খুরানার স্ত্রী নির্মাতা তাহিরা কাশ্যপ আবারও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ২০১৮ সালে প্রথমবার স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। চিকিৎসা নিয়ে এত দিন ভালোই ছিলেন। তবে গতকাল সোমবার (৭এপ্রিল ) সকালে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তাহিরা লিখেছেন, ‘সাত বছর ধরে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি। এবার পরীক্ষার পর দ্বিতীয়বারের মতো এটার (ক্যানসার) অস্তিত্ব পেয়েছি।
স্ত্রীর সেই পোস্টে আয়ুষ্মান লিখলেন, ‘আমার হিরো’। সঙ্গে লাল হৃদয় এবং একটি অশ্রুসজল ইমোজি। তাহিরার এই কঠিন সংগ্রামে স্বামী আয়ুষ্মান তো রয়েছেনই, পাশে রয়েছে বলিউডও। প্রযোজক গুণীত মোঙ্গা কমেন্টে লিখেছেন, ‘ভালোবাসি তোমাকে। এই সময়টাও পেরিয়ে যাবে। লড়াই জিতে ফিরে আসবে তুমি।