বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অন্যতম জনপ্রিয় মেট গালা ফ্যাশন শো-এ ডেবিউ হতে চলেছে তার। গত বছর কান রেড সি ফিল্ম ফাউন্ডেশনে অংশ নিয়েছিলেন কিয়ারা। তখন অভিনেত্রীর পরনে ছিল কালো ও গোলাপি গাউন।
কিয়ারা ২০২৩ সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেন সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে । গেল ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কিয়ারা। বলা যাচ্ছে, এবার প্রেগন্যান্ট অবস্থাতেই মেট গালায় অংশ নেবেন অভিনেত্রী। তার পোশাকের দিকে থাকবে সকলের নজর। মেট গালার লাল গালিচায় হেঁটেছেন বলিউডের বহু নায়িকাই; এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কিয়ারার নামও।