কারো কাছে রঞ্জু, কারো কাছে আবার হানিফ সংকেত। বলছিলাম গাইবান্ধা সদরের দাড়িয়াপুরে দরিদ্র পরিবারে জন্ম নেওয়া হানিফ সংকেত ওরফে রঞ্জুর কথা। দারিদ্রতার কারণে তিনি এসএসসির গন্ডিও টপকাতে পারেননি। তবে বেশিদূর পড়ালেখা না করতে পারলেও স্বপ্ন যে ছিল আকাশ ছোঁয়া। তাইতো তিনি আজ হানিফ সংকেত হিসেবে বেশি আখ্যায়িত।
এক সাক্ষাৎকারে তাকে কিভাবে এতদুর আসলেন জানতে চাইলে রঞ্জু বলেন, প্রথম থেকে এলাকার বিভিন্ন খেলাধূলার ধারাভাষ্য, গণ সঙ্গীত ও ছোট ছোট নাটক করা হতো। এলাকার অনেকের কাছে আমার কণ্ঠ বেশ ভালো খ্যাতি পায়। শুভাকাঙ্খিদের কাছে থেকে অনুপ্রাণিত হয়ে ফেসবুকে একটা পেজ খোলা হয়। নাট্যকর রঞ্জু নামের পেজ থেকে বিভিন্ন শিল্পীদের নিয়ে লাইভে গানের আড্ডা হতো। পাশাপাশি তিনি নিজেও পছন্দ মতো দর্শকদের গান গেয়ে উপহার দিতেন।
তিনি আরও বলেন হানিফ স্যারের উপস্থাপনার মতো করে রংপুরের বিভিন্ন দর্শনীয় স্থান গুলো ভিডিওতে তুলে ধরি। ভিডিও গুলোর ভিউ প্রায় মিলিয়ন মিলিয়ন ছাড়িয়ে যায়। যা শুরুতে মোটেও সোজা ছিলো না, অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে এখন তিনি ফেসবুক থেকেই মাসের পর মাস লাখ লাখ টাকা আয় করেন। যা দিয়ে নিজের এবং পরিবারের স্বপ্ন পূরণ করেন, করেন ব্যবসাও।
তিনি বলেন বিভিন্ন সাংস্কৃতিক ও অনুষ্ঠানে গেলে ভক্তরা খুব ভালোবাসা দেয়। কখনই প্রশ্ন তুলে না শিক্ষাগত যোগ্যতা নিয়ে। সবাই সাদরে গ্রহণ করে নেয় আমাকে।
তবে তিনি এখন চোখের মণি হিসেবে গাইবান্ধার দাড়িয়াপুরে শোভা পাচ্ছেন।