বলিউড প্রেমীদের কাছে মান্নাত অনেকটা মন্দিরের মতো। কেননা ওই বাড়িতে বি-টাউনের শাহেনশাহ শাহরুখ খানের বসত। প্রতি উৎসবে প্রিয় তারকাকে এক নজর দেখতে বাড়ির সামনে এসে ভিড় জমায় অনুরাগীরা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মান্নাতকে আরও কিছুটা বড় করা হচ্ছে, আরও বেশ কয়েকটি নতুন ফ্লোর যুক্ত হচ্ছে শাহরুখের বাংলোতে। তাইতো সাময়িকের জন্য সপরিবারে বাড়িটি ছাড়ছেন কিং খান।
জানা গেছে, স্ত্রী গৌরী এবং সন্তান অর্থাৎ আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন শাহরুখ খান। এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে তাদের গুণতে হবে ২৪ লাখ রুপি। তবে মান্নাতের কাজ শেষ হলে খুব শীঘ্রই আবার ফিরে আসবেন কিং খান ও তার পরিবার।