গতকাল (৭ এপ্রিল) বিকাল ৫টা নাগাদ দিনাজপুরের ফুলবাড়িতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষো মিছিল হয়েছে। মিছিলটি ফুলবাড়ি উপজেলার কেন্দ্রীয় মসজিদ নিমতলা মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। এসময় তৌহিদী জনতাসহ সকল মুসল্লিগণ মিছিলে অংশগ্রহণ করে।
বিক্ষোভ সমাবেশে মাওলানা আল আমিন বিন আমজাদ ও এস এম নাজিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ, মাদিলাহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হামিদী, আঞ্জুমানে ইত্তেহাদুল উলামার সাধারণ সম্পাদক মুফতি নাজিবুল্লা
এছাড়াও আরও বক্তব্য রাখেন, জেড ফোর্স এর সদস্য শামস, নাগরিক কমিটির ফুলবাড়ী শাখার দায়িত্বপ্রাপ্ত ইমরান নিশাত চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সাগরসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।