সকল জল্পনা-কল্পনাকে পাশ কাটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন এসপি ক্রিয়েশনের কর্ণধার সাইফুদ্দিন সিয়াম। সোমবার (৬ এপ্রিল) ফেসবুকে একটি পোস্ট দিয়ে তাক লাগিয়ে দেন নেটিজেনদের। ফেসবুকে একটি ফটো শেয়ার করে তাতে লিখেছেন, ‘স্কুলের বন্ধুদের না জানিয়ে তাদের বান্ধবী কে বিয়ে করে ফেললাম।’ আর তাতেই ভক্তমহোদয়রা একের পর এক অভিনন্দনও জানিয়েছেন।
গতকাল (৬ এপ্রিল) সন্ধার দিকে বিবাহের বাগদান সম্পন্ন করে ফেলেছেন এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।
প্রসঙ্গত, ফানি কনটেন্ট তৈরির মাধ্যমে যাত্রা শুরু করেছিলো এসপি ক্রিয়েশন; যেটি পরিচালনা করেন সাইফুদ্দিন সিয়াম। প্রথমদিকে খুব একটা সাড়া না পেলেও আস্তে আস্তে দর্শকদের মনে জায়গা করে নেয় কন্টেন্টগুলো। দর্শকদের ভালোবাসায় মাত্র অল্প সময়েই পেইজটি ভক্তদের কাছে পৌঁছে গেছে।