ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি অব্যাহত হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বর্তমানে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে।
আল জাজিরা আরও জানায়, দেইর আল-বালাহ-এর পাঁচটি এলাকার বাসিন্দাদের তাদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েল গাজার মধ্যাঞ্চলে নতুন করে ব্যাপক বোমাবর্ষণ করেছে। সর্বশেষ এই হামলার ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একজন সাংবাদিকও ছিলেন।
আরেকটি মেডিকেল সূত্রে জানা গেছে, গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ায় লক্ষ্য করে বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। গত সপ্তাহান্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা চলাকালীন গাজার ওপর আক্রমণ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।