সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

আজ সুচিত্রা সেনের ৯৪তম জন্মদিন

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৫ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

৬ই এপ্রিল, আজ সুচিত্রা সেনের ৯৪তম জন্মদিন। এদিনে ১৯৩১ সালে পাবনা সদরে জন্মগ্রহণ করেন প্রয়াত এই নায়িকা। ১৯৪৭ সালে যখন দেশ ভাগ হয় তার আগেই পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান তিনি। এই শিল্পীর দুই বাংলায় জনপ্রিয়তার কমতি নেই। সুচিত্রা সেনের প্রকৃত নাম রমা দাশগুপ্ত। ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়।

ঠিক পরের বছর উত্তম কুমারের বিপরীতে ‘সাড়ে চুয়াত্তর’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর থেকে এপার ওপার বাংলা সিনেমা জুড়ে এই জুটি আজও আইডল।

উত্তম-সুচিত্রা জুটির ৩০টি বাংলা সিনেমা সফলতার মুখ দেখে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘অগ্নিপরীক্ষা’, ‘সবার উপরে’, ‘পাপমোচন’, ‘শিল্পী’, ‘সাগরিকা’, ‘পথে হল দেরি’, ‘হারানো সুর’, ‘গৃহদাহ’, ‘প্রিয় বান্ধবী’ ইত্যাদি।

১৯৭৮ সালে সুদীর্ঘ ২৫ বছর অভিনয়ের পর আড়ালে চলে যান তিনি। ২০১৪ সালের ১৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেল ভিউ হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় নায়িকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com