কোনো খাবার না, বাণিজ্যিক কোনো কিছু না, কোনো জ্বালানি না, রান্নার কোনো গ্যাস না, এমনকি ওষুধও না। এমনকি কোনো তাঁবু বা আশ্রয় উপকরণও না-এমন অবস্থায় গাজার পরিস্থিতি শ্বাসরুদ্ধকর হয়ে দাঁড়িয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (৬ এপ্রিল) জানিয়েছে, গাজার পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে। যেখানে সকাল হলেই দেখা যায় খাবার অনুসন্ধানের অভিযান চলে। গত এক মাস ধরে গাজায় একটি ট্রাকও প্রবেশ করেনি।
ইসরায়েল দখলদাররা নির্বিচারে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, এত মানুষ আহত হয়েছেন যে হাসপাতালগুলো উপচে পড়ছে, সাধারণ মানুষকে যে চিকিৎসা দেওয়া হবে সেটির সুযোগ নেই।
উল্লেখ্য, আলজাজিরা জানিয়েছে, গত ১২ ঘণ্টায় দখলদাররা খান ইউনিস এলাকা লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। সেখানে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।