দেশের চলচ্চিত্রাঙ্গনে এমন ঈদ যেন বারবার দেখতে চাইবেন শোবিজাঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষেরাও। প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট সংকট, মিডনাইট শো, দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া-সব মিলিয়ে দারুণ সময় পার করেছেন সিনেমা সংশ্লিষ্টরা।
এবারের ঈদে সবচেয়ে আলোচনায় এসেছে ‘দাগি’ ও ‘বরবাদ’ এ দুটো সিনেমা নিয়ে সিনেমা প্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। ঈদের প্রথম সপ্তাহে এখনও মাল্টিপ্লেক্সসহ সিঙ্গেল স্ক্রিনে দাপিয়ে ব্যবসা করছে ‘দাগি ও ‘বরবাদ’। বরবাদ সিনেমাটি ৫ম দিনে মাল্টিপ্লেক্সের ৫০টি শো থেকে আয় করেছে ৫৫ লাখ ৪০ হাজার টাকা। স্টার সিনেপ্লেক্সে শো বাড়ানো হয়েছে, আশা করা হচ্ছে ৬ষ্ঠ দিন শেষে বরবাদের আয় ৩ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
অন্যদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আফরান নিশোর ‘দাগি’। প্রতিদিনই মাল্টিপ্লেক্সে এর আয়ের পরিমাণ বেড়েছে। ৫ম দিনেও সিনেমাটি আয় করেছে প্রায় ৩২ লাখ টাকা। ৫ দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। মাল্টিপ্লেক্স ছাড়াও দেশের বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পেয়েছে ‘দাগি’। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিনেমার আয় ইতোমধ্যেই দুই কোটি টাকা ছাড়িয়েছে।