এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজধানীর ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের খবর প্রকাশ হওয়ার পর শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমণি।
দীর্ঘ প্রায় ২১ মিনিটের ফেসবুক লাইভে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলার কথা জানান এই নায়িকা। তিনি বলেন, স্টাফদের নিয়েই আমার পুরো পরিবার, তাদের সাথেই মাদার্স ডে, ফাদার্স ডে যা-ই বলেন না কেন তাদের সাথেই উদযাপন করি। পরিবার আত্নীয়স্বজন বলতে তারাই। সেখানে একজন আমার গৃহকর্মী, যে এক মাসও হয়নি না আসলে…সে দাবি করতেই পারে, তবে আমি বলব সে আমার গৃহকর্মী না।’
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাচ্ছি না কেন জানেন, কারণ আমি আইনের ওপর শ্রদ্ধাশীল।