রহমান রাজিব, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : শরীয়তপুরের সখিপুরে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের সুনামধন্য দক্ষিণ তারাবুনিয়া ছাত্র কল্যাণ সংগঠনের উপদেষ্টামন্ডলী ও কার্যনির্বাহী সদস্যের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১ এপ্রিল ) সংগঠনের উপদেষ্টামন্ডলী ও সদস্যদের সমন্বয়ে কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি অলাভজনক ও অরাজনৈতিক ছাত্র কল্যাণ সংগঠন। ছাত্র কল্যাণ, সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত এই সংগঠনটির সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন আলোচনা করা হয়।
এর মধ্যে সংগঠনটি পরিচালনার লক্ষ্যে নতুন কমিটি গঠন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণের বিষয়েও আলোচনা করা হয়। দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত সদস্যদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ ও সভাপতি শেখ মাসুম, সাধারণ সম্পাদক আল আমিন সহ অনন্য কার্যনির্বাহী ও সাধারণ সদস্য বৃন্দ।
সভাপতি শেখ মাসুম বলেন, দক্ষিণ তারাবুনিয়া ছাত্র কল্যাণ সংগঠন বৃহত্তম তারাবুনিয়া তথা সখিপুরের একটি ঐতিহ্যবাহী সংগঠন। তিনি বলেন আজকে আমাদের আলোচনা সভায় নতুন কমিটি, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ কিভাবে করা যায় আমাদের উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্যদের সাথে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেছেন এই সংগঠনে আমরা সকলকে আমন্ত্রণ যানাই যাতে সবাই আমাদের এই ভালো কাজে সহযোগিতা করে।
সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি ফয়েজ আহমেদ বকাউল বলেন, সামাজিক, মানবিক ও দক্ষিণ তারাবুনিয়া শিক্ষার্থীদের কিভাবে উন্নয়ন করা যায় সে লক্ষ্যে আমরা সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেই। আলহামদুলিল্লাহ্, আমাদের সংগঠনের কার্যক্রম এখন পর্যন্ত খুব সুন্দর ভাবে করতে পেরেছি ও সংগঠনকে কিভাবে সামনের দিকে আরো সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের সদস্যদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন আশা করি দক্ষিণ তারা বুনিয়ার শিক্ষিত সমাজ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সহযোগিতা করবে।
নতুন উপদেষ্টা আলাউদ্দিন সরকার বলেন, দক্ষিণ তারাবুনিয়া ছাত্র কল্যাণ সংগঠন সামাজিক, মানবিক ও শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই সংগঠনে শিক্ষার্থী ও কর্মজীবীরা ভালো কাজের চিন্তাভাবনা গুলো সংগঠনের মাধ্যমে বাস্তবায়ন করে থাকেন। ইনশাআল্লাহ আমাদের সংগঠনের ধারাবাহিক কার্যক্রম গুলো চলমান থাকবে।