ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’ কে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)।
মঙ্গলবার (২৬ মার্চ) ইউএসসিআইআরএফ-এর প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র সরকারের কাছে ‘র’ এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করে। প্রতিবেদনে ভারতে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন এবং তাদের জীবন ও সম্পদের ওপর আক্রমণের বেশ কিছু ঘটনার কথাও উল্লেখ করা হয়েছেএ নিয়ে তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বুধবার (২৭ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ওই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ওই প্রতিবেদন প্রত্যাখ্যানের পাশাাপাশি ইউএসসিআইআরএফ-কে আন্তর্জাতিকভাবে একটি ‘উদ্বেগের সংস্থা’ হিসেবে চিহ্নিত করতে হবে।
ওই অভিযোগ তোলার পরে ভারতের সঙ্গে কানাডার এক অভূতপূর্ব কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয় যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।