ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় ‘ব্যর্থ প্রেমিক’ খ্যাত নায়ক বাপ্পারাজ। ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই সিনেমার ব্যর্থ প্রেমিক হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন চিরস্থায়ীভাবে।
‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনও উপভোগ করেন নেটিজেনরা। সম্প্রতি সেই ছবির একটি সংলাপ ‘চাচা হেনা কোথায়?’ ব্যাপক ভাইরাল হয়েছে। সে থেকে এখন আবার আলোচনায় এই নায়ক।
তবে এদীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন বাপ্পারাজ। দীর্ঘদিন পর আবারও অভিনয়ে ফিরেছেন বাপ্পারাজ। শোনা যাচ্ছে, ‘রক্তঋণ’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। এবার তার সঙ্গে নেই কোনো নায়িকা। ব্যর্থ প্রেমিকখ্যাত নায়ক এবার ফিরছেন নায়িকা ছাড়া।