এবার ঈদে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা মুক্তি নিয়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। গত ২৪ মার্চ সিনেমাটি প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। বেশ কিছু দৃশ্যে ভায়োলেন্সে আপত্তি জানিয়ে প্রদর্শনী শেষে সিনেমায় কিছু সংশোধনী দিয়েছে বোর্ড।
যা প্রকাশ্যে আসতেই ‘বরবাদ’ নিয়ে শাকিব খানের পাশেই দাঁড়াতে দেখা গেল বুবলী-নিশোদের। শবনম, বুবলী ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম। সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমা টা সবাই দেখতে পায়! আমার ঈদের সিনেমা ‘জংলি’ যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি ‘বরবাদ’, ’দাগী’, ‘জ্বীন-৩’, ‘চক্কর’সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমাই চাই দর্শক দেখতে পাক। আশা করছি ‘বরবাদ’ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাবো।”
অভিনেতা আফরান নিশো ফেসবুক স্টোরিতে লিখেছেন, “মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বাধা হবে যত তীব্র সংকল্প ততই হোক দৃঢ়। সকল বাঁধা পেরিয়ে ‘বরবাদ’ আসুক সামনে। সবশেষ নিজের সিনেমার নাম টেনে এনে এই অভিনেতা লেখেন, শুভ কামনায় আমি ‘দাগি’। ‘বরবাদ’কে বন্দি না করে মুক্তি দিন”।