এবার ঈদে খানিকটা ভিন্ন গল্প নিয়ে আসছে তৌসিফ মাহবুব ও তটিনী। এই জুটিকে নিয়ে হাসিব হোসাইন রাখি নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘মন দিওয়ানা’। নাটকের গল্পে দেখা যাবে প্রেম ও বন্ধুত্বের গল্পে বাউন্ডুলে রুসু আর সহজ সরল মারজান চরিত্রকে। যেখানে রুসু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও তার জীবন কাটে বাউন্ডুলেপনায়। আর মারজান ক্যাম্পাসে প্রথম পা দিয়েই বুঝতে পারে, নতুন শিক্ষার্থীদের উপরে কীভাবে র্যাগিং চালানো হয় সেখানে ।
একদিন র্যাগিংয়ের জন্য মারজানকে ডেকেও কিছু না বলে ছেড়ে দেয় রুসু। মারজানকে রুসু বলে দেয়, কেউ কিছু বললে সে যেন বলে ‘আমি রুসুর গার্লফ্রেন্ড’! এমন গল্প নিয়ে এগিয়ে যাবে ‘মন দিওয়ানা’। সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি।