বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। তাকে নিয়ে নির্মিত হয়েছে এবার ঈদের বিশেষ নাটক ‘হাউ-কাউ’। এই গল্পের প্রায় পুরোটা জুড়েই রয়েছে গরু-রহস্য! যেখানে প্রেমিকার পিছু ছুটছেন গল্পের নায়ক আর নায়কের পেছনে ছুটতে দেখা যাবে একটা গরু!
অদ্ভুত রহস্যময় প্রেমের গল্পের চিত্রনাট্য তৈরি করেছেন মনিরুল ইসলাম রুবেল ও একে পরাগ। আর এতে মুশফিক আর ফারহান ছাড়াও অভিনয় করেছেন- সাফা কবির, আরফান মৃধা শিবলু, জয়নাল জ্যাক প্রমুখ।
সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটি প্রকাশ পাবে পবিত্র ঈদে। ‘হাউ-কাউ’-এর গল্প প্রসঙ্গে আগামী কিছু বলতে নারাজ গল্পকার মুশফিক আর ফারহান। জানান, ‘গল্পটা ঈদের সারপ্রাইজ হিসেবে ভক্তদের জন্য তোলা রইল।’