ঝালকাঠির শহরের মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা শুনে স্থানীয়রা নির্মাণ শ্রমিকদের ডাকাত সন্দেহে পিটুনি দেয়। ঘটনাটি সোমবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার পিপলিতা গ্রামের বাকলাই বাড়ির সামনে ঘটে।
এলাকাবাসীদের বরাতে জানা যায়, এলাকায় ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং চলছিল। তখন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে শহরবাসী। এরপর সন্দেহবশত ৯ জন নির্মাণ শ্রমিকের উপর হামলা চালায় তারা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে আইনজীবী বনি আমিন বাকলাই জানান, ঘটনার রাতে সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারি কয়েকজন লোক আমার বাড়ির কাছে ট্রলার থামিয়ে বাড়ির চারপাশে ঘোরাফেরা করতে থাকে। একই সময়ে মাইকে ডাকাতির খবরও শুনতে পারি। তাদের সন্দেহজনক ঘোরাফেরা দেখে আমি সদর থানার ওসি ও কয়েকজন স্থানীয়কে ফোন দিয়ে বিষয়টি জানাই। এরপর কয়েক শতাধিক লোক এসে তাদের আটক করে। আমি তাদের পুলিশে হস্তান্তর করি।