যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইরান। তবে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। সোমবার (২৪ মার্চ) টাইমস অব ইসরায়েল থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছ, ইরান সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে পরোক্ষ আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আমরা পরোক্ষ আলোচনা করতে প্রস্তুত আছি, যতক্ষণ না অন্যপক্ষ ইসলামিক রিপাবলিকের (ইরান) প্রতি তাদের মনোভাব পরিবর্তন করে। যতদিন পর্যন্ত ট্রাম্প তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বজায় রাখবেন, ততদিন ইরান সরাসরি কোনো আলোচনায় বসবে না।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে আসেন এবং ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন।