২৮ এপ্রিল কানাডার আসন্ন সাধারণ নির্বাচনে ভারত ও চীন হস্তক্ষেপের চেষ্টা করতে পারে বলে অভিযোগ করেছে কানাডা। সোমবার (২৪ মার্চ) দেশটির গোয়েন্দা সংস্থা এই অভিযোগটি করে।
কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের (সিএসআইএস) ডেপুটি ডিরেক্টর অফ অপারেশনস ভেনেসা লয়েড ২৮ এপ্রিলের আগাম নির্বাচনের বিষয় নিয়ে বলেন, নির্বাচনে কানাডার গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য পিআরসি (গণপ্রজাতন্ত্রী চীন) কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম সরঞ্জাম ব্যবহার করতে পারে।
তিনি আরও বলেন, এর আগেও ভারত ও চীনের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করা হয়েছে। এবারও চীন তার স্বার্থ রক্ষায় তাদের মতো করে ন্যারেটিভ (আখ্যান) প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে বলে তাদের আশঙ্কা।