ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা এবং বাংলার সবচেয়ে জনপ্রিয় এবং সফল চলচ্চিত্র তারকা হিসেবে বিবেচনা করা হয় উত্তম কুমারকে। হাজার হাজার নারী ভক্তের মনে যিনি করে নিয়েছিলেন জায়গা। সেই উত্তম কুমারকে নিয়ে আজও চর্চা তুঙ্গে। সে সময় উত্তম কুমারের সাথে জুটি বেঁধে নিয়েছিলেন সুচিত্রা সেন। জুটিটি যুগের পর যুগ দর্শক মনে করেছে রাজত্ব।
তবে এই জুটির মধ্যে থাকা সম্পর্ক নিয়ে চলেছে নানান সমালোচনা। কেউ কেউ ছড়িয়ে ছিলেন পরকীয়ার গুজবও। এরপরেও দুই তারকাকে পর্দায় একসঙ্গে দেখার আবেদন বারবার করেছেন ভক্তরা।
উত্তম কুমার মৃত্যুশয্যাকালীন সুচিত্রাকে একবার দেখার ইচ্ছা পোষণ করেছিলেন। তখন শুটিং শিডিউলে ব্যস্ত থাকায় উত্তম কুমারের ফোন আলাপ তোয়াক্কা করেননি সুচিত্রা। তার সাতদিন পরই উত্তম কুমার মারা যান। আর তার শেষ ইচ্ছে অপূর্ণই রয়ে যায়।