প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনা অত্যন্ত বাস্তবসম্মত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মাইক আরও বলেন, যদি ফিলিস্তিনিদের এই প্রস্তাব দেওয়া হয়, তাহলে তাদের গাজা ছেড়ে যাওয়ার সুযোগ নেওয়া উচিত।
অন্যদিকে, প্রেসিডেন্টের পুত্রবধূ লারা ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাৎকারে মাইক বলেন, ‘তিনি (ট্রাম্প) গাজায় ধ্বংসের মৃত্যু দেখছেন। একজন নির্মাতা (বিল্ডার) হিসেবে তিনি জানেন, এটি পরিষ্কার করতে বছরের পর বছর সময় লেগে যাবে।
উল্লেখ্য, গত মাসে ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করে এটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।