আসন্ন ইদ উপলক্ষে শিহাব শাহীন নির্মিত দাগির’র মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন নিশো ভক্তরা। গত বৃহস্পতিবার (২০ মার্চ) এই সিনেমার প্রথম গান ‘একটুখানি মন’ মুক্তি পেয়েছে। এই টিজারের মতো গানটিও মন ছুঁয়েছ নিশো ভক্তদের। কথায় রয়েছে রোমান্টিক অনুভূতি, যেখানে নিশো ও তমা মির্জাকে রোমান্স করতে দেখা যাচ্ছে। অন্তর্জালে গানটি মুক্তির পর রীতিমতো হইচই পড়েছে দর্শকমহলে।
গানটি সংগীত করেছেন সাজিদ সরকার। কথা লিখেছেন সাদাত হোসাইন। এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান খান ও মাশা ইসলাম। গানটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।