যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাসরত টালিউড অভিনেত্রী এবং চিত্রপরিচালক কঙ্কনা চক্রবর্তীর নতুন সিনেমা ‘রি রাউটিং’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। বলিউডের বর্ষীয়ান অভিনেতা শাহেনশাহ অমিতাভ বচ্চনের হাত ধরে অভিনেত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন বিগ বি।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কঙ্কনা বলেন, বিগ বি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে তার সিনেমার ট্রেলার রিলিজ করেছেন । এটি ৩৫ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এর কাহিনি ও পরিচালনা আমার নিজস্ব।
মূলত দুই চূড়ান্ত আত্মকেন্দ্রিক ব্যক্তি অবিনাশ ও কুহুকে নিয়ে এ সিনেমার কাহিনি আবর্তিত। এক রাতের একটি ঘটনার জেরে এই দুই ব্যক্তির সাক্ষাৎ কোন দিকে মোড় নেয়, তাই দেখা যাবে ‘রি রাউটিং’ সিনেমায়।