পবিত্র রমজান মাসের তৃতীয় শুক্রবারেও আল আকসা মসজিদে নামাজের জন্য ফিলিস্তিনিদের প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরাইল। তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানায়, গতকাল শুক্রবার (২১ মার্চ) জেরুজালেমের উত্তরে অবস্থিত কালান্দিয়া চেকপয়েন্টে ইসরাইলি সেনাবাহিনী ব্যক্তিগত পরিচয়পত্র এবং নামাজের অনুমতিপত্র পরীক্ষা করেছে। প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও, বেশ কয়েক জন ফিলিস্তিনিকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
এর আগে, গত ৬ মার্চ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রমজান মাসে শুক্রবারে আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশাধিকারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেন।