স্বাধীনদেশ ভারতে শুরু থেকেই সংখ্যালঘু মুসলিমদের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতন চালিয়ে আসছে। সম্প্রতি লাউডস্পিকারে আজান দেওয়ায় ইমামের বিরুদ্ধে মামলা, হোলিতে রোজাদার মুসলিমদের জোরপূর্বক হোলির রং মাখানো এবং তা প্রতিবাদ করলে তাদের মারধর করামুসলিমদের হেনস্তা ও নামাজ আদায়ে বাধা দেওয়া হচ্ছে, নামাজরত মুসল্লিদের উপর হামলা, মসজিদ থেকে বের হওয়ার সময় মারধর ও উত্ত্যক্ত করছে। নারী ও শিশুদের ওপর হামলার মতো ঘটনা ঘটেছে। এসব সাম্প্রদায়িক আক্রমণ ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার স্পষ্ট প্রমাণ।
এখন কোথায় নীতিবাক্য শোনানো সেই সব অপপ্রচার করা গণমাধ্যমগুলোর দাদারা, যারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা বানোয়াট অপপ্রচার করেছে। থাকবে না বাংলাদেশ, থাকবে না বাংলাদেশ বলে লাফানো রিপাবলিক বাংলার ময়ুখ রঞ্জন এখন সে কোন গ্রহে লুকিয়ে আছে, এখন কেন লাফিয়ে লাফিয়ে নিজের দেশের সংখ্যালঘু মুসলিমদের ওপর বর্বরোচিত হামলা ও নির্যাতন নির্মম চিত্র তুলে ধরছেন না? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিম নিধনের জন্য নিজ দেশেই পরিচিত কসাই হিসেবে। তার সময়ে যেভাবে দেশজুড়ে বেড়েছে মুসলিমদের ওপর অন্যায় অত্যাচার তা ভারতের ইতিহাসে কোন সরকারের সময়ই হয়নি। এবার ইসলাম বিদ্বেষী মোদির দেশে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতনের ভয়াবহ চিত্র খুব কাছ থেকে দেখলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলশী গ্যাবার্ড। এবারও কি তবে তিনি চুপ থাকবেন? নাকি উদ্বেগ জানাবেন?