বাংলাদেশীদের শায়েস্তা করতে গিয়ে যেন নিজেরাই এখন মহাবিপদে ভারত। বাংলাদেশীদের চাপে ফেলতেই হয়তো ভিসা বন্ধ করেছিল ভারত। কিন্তু বাস্তব চিত্র যেন বলছে ভিন্ন কথা।
বাংলাদেশি পর্যটক না যাওয়ার কারণে কলকাতার নিউমার্কেটে পড়েছে বেশ বড়সড় প্রভাব। ‘সেন্টমার্টিন পরিবহন’ এর কাউন্টার এখন হয়েছে কাপড়ের দোকান। শুধু সেন্টমার্টিন পরিবহন নয়, একে একে বন্ধ হয়ে যাচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট। একটা সময় বাংলাদেশি পর্যটকদের ভিড়ে সরগরম থাকতো নিউমার্কেট এলাকা। হটাত করেই যেন সেই চিরচেনা দৃশ্যপট পালটে সন্ধ্যা হলেই এখন ভুতুড়ে পরিবেশ তৈরি হচ্ছে।
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে যাওয়ার পরই ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর থেকেই বাংলাদেশি পর্যটক কমতে থাকে। যেখানে কলকাতার নিউমার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিমপার্ক মল ও আশপাশের এলাকাজুড়ে ১০০টির বেশি হোটেল ও প্রায় ৩,০০০ দোকান রয়েছে, যা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। হোটেল, পরিবহনসহ অন্যান্য ব্যবসায়ীরা জানান, বাংলাদেশি পর্যটকদের সাথে সম্পৃক্তযুক্ত ব্যবসায়ীরা খুবই খারাপ অবস্থায় রয়েছেন। দিনদিন পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।