গত ১৩ মার্চ ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে, একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত রায়হান রাফীর ওয়েবফিল্ম ‘আমলনামা। এই ওয়েবফিল্মটি কেন্দ্র করে শুরু হয়েছে নানা বিতর্ক। নেতিজেনদের মধ্যে কেও কেও বলছেন, এটি কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের ঘটনা নিয়ে নির্মিত।
গতকাল রবিবার (১৬ মার্চ) একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ‘আমলনামা’ নিয়ে রাফী বলেন, ‘আমলনামা’ কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মিত নয়। এটি সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি। রাফী আরও দাবি করেন, ‘আমলনামা’ অনেক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এই সিনেমা।