পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন ও রাশিয়া। আজ রোববার (১৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স সুত্রে জানা যায়, রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই পাল্টাপাল্টি বিমান হামলা অব্যাহত রেখেছে। ফলে তিন বছর ধরে চলা যুদ্ধের জন্য প্রস্তাবিত যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত রয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (১৫ মার্চ) রাশিয়া ১৭৮টি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ১৩০টি ড্রোন ইউক্রেন ভূপাতিত করেছে, তবে বেশ কয়েকটি ড্রোন বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করেছে। অন্যদিকে, ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন ধরে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ২০০ জনের বেশি দমকল কর্মী কাজ করেছে।
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি জানান, আগামী সপ্তাহে সামরিক জোটের বৈঠকে ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত নেয়া হবে।