ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই ইদানীং আলোচনায় থাকছেন বেশি। সম্প্রতি পরী ফেসবুকে আক্ষেপ নিয়ে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট লিখেছেন, আজ এখন যাকে নিয়ে তোমার সুখ খুঁজে পাচ্ছো, দেখো সে যেন তোমার দুঃখের কারণ না হয় ‘সোনা’। অভিনেত্রী এই পোস্টে কারো নাম উল্লেখ করেন নি; তবে অনেকেই দুয়ে দুয়ে চার মিলিয়ে তার সাবেক স্বামী চিত্রনায়ক রাজকে টেনে এনেছেন।
অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। নেটিজেনরা মনে করছেন, ‘সোনা’ বলে পরী মূলত রাজকে উল্লেখ করেছেন। পরীর পোস্ট শেয়ার দিয়ে একজন নেটিজেন লিখেছেন, ‘পরীর রাজকে ভুলতে না পেরে তাকে নিয়ে এমন পোস্ট করেছে।