“ঐ কিরে! ঐ কিরে! মধু! মধু! রসমালাই! কারেন্ট!” বলা রাতারাতি ভাইরাল হয় তরমুজ ব্যবসায়ী মোহাম্মদ রনি। তার এ অভিনব কায়দায় তরমুজ বিক্রির ভিডিও সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় করে তুলেছে। যা পথচারী ও ক্রেতাদের খুব সহজেই নজর কেড়ে নেয়। তার এ হাস্যরসাত্মক উপস্থাপনা ক্রেতাদের বিনোদনই দিচ্ছে না, বরং পাকা ও রসালো তরমুজ চিনতে পারার দীর্ঘ অভিজ্ঞতার প্রবণতাও দেখা যায়।
মূলত মোহাম্মদ রনি কারওয়ান বাজারের একজন অভিজ্ঞ তরমুজ বিক্রেতা, যিনি এই পেশায় ১০ বছরেরও বেশি সময় ধরে আছেন।
রনির এমন প্রাণবন্ত বিক্রয়ধারা মানুষকে যেমন আনন্দ দিচ্ছে, তেমনি বর্তমান সময়ে হয়ে উঠেছেন সামাজিক মাধ্যমে এক আলোচিত চরিত্র!