মেহেরপুরে মেয়েকে ধ/র্ষ/ণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার, মায়ের সহযোগিতায় মেয়েকে ধ/র্ষ/ণের অভিযোগ থেকে শুরু করে মাগুরায় বোনের জামাই ও শ্বশুর মিলে পাশবিক নির্যাতনে মারা যাওয়া ৮ বছরের শিশু, ঢাকার কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে সঙ্গবদ্ধ ধ/র্ষ/ণের মতো অসংখ্য ধ/র্ষ/ণ ও ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ রয়েছে। যার কোনটি অজপাড়া গ্রামে বা মফস্বল শহরে কিংবা অত্যাধুনিক ঢাকা শহরে ঘটেছে।
শহরে ঘুরতে আসা দম্পতিকে অস্ত্রের মুখে রেখে নববধূকে পালাক্রমে ধ/র্ষ/ণ, অটোরিকশাচালকের উপর প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধ/র্ষ/ণের অভিযোগ, ১২ বছরের শিশু দ্বারা ৯ বছরের এক মেয়ে শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ, তিন বছরের এক শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ, খাবারের প্রলোভন দেখিয়ে পাঁচ ও সাত বছর বয়সি দুই বোনকে ধ/র্ষ/ণ ও নির্যাতনের অভিযোগ- গত দুই মাসে এরকম অসংখ্য লোমহর্ষক ধ/র্ষ/ণ ও ধ/র্ষ/ণের অভিযোগ রয়েছে। যার কোনটির বিচার হয়েছে আবার কেউ কেউ জামিনে বেরিয়ে এসে দিব্বি ঘুরে বেড়াচ্ছে, আর এর তৎপরতা দিন দিন বেড়েই চলেছে।