ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার ঘটনায় প্রায় ২৩ জন নিহত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লোহিত সাগরে জাহাজে হামলার প্রতিক্রিয়ায় শক্তিশালী এ হামলা চালানো হয়েছে। হুতি স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানী সানা ও উত্তরের সাদা প্রদেশে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সানা বিমানবন্দরের সামরিক স্থাপনাগুলোতে বিস্ফোরণের ফলে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এইদিকে, এ ঘটনায় হুতিরা বলেন, তারা এই হামলার প্রতিক্রিয়া জানাবে এবং তাদের আক্রমণ অব্যাহত থাকবে। তাদের দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে হামলা চালাচ্ছে।
এর আগে, হুতিরা ২০২৩ সাল থেকে লোহিত সাগরে ১৯০ টিরও বেশি হামলা চালিয়েছে।