ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে ইফতার ও দোয়া মাহফিল হয়। এছাড়াও রাজাপুর সহ উপজেলার ৬ টি ইউনিয়নেই এ ইফতার ও দোয়া মাহফিল হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি জনাব তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি জনাব আব্দুল আউয়াল মিন্টু, বিভাগীয় ধর্ম বিষয়কহ সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল, ধর্ম বিষয়কহ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজাপুর উপজেলা শাখার শত শত নেতাকর্মী ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রাজাপুর উপজেলার ৬ টি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহাফিল হয়েছিল।