বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী শ্রীলীলার প্রেমের গুঞ্জন চলছে দীর্ঘ সময় ধরে। তবে এবার সে গুঞ্জনকেই সত্যি প্রমাণ করলেন অভিনেতার মা মালা তিওয়ারি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি অনুষ্ঠানে মালা তিওয়ারইকে প্রশ্ন করা হয় তিনি কেমন পুত্রবধূ চান? উত্তরে তিনি বলেন, পরিবারের সবাই চায় হবু বৌমা যেন একজন ভালো ডাক্তার হয়।
মালার এমন উত্তরেই ভক্তরা দুইয়ে দুইয়ে চার গুনছেন। কেননা কার্তিকের মায়ের এমন বক্তব্য ইঙ্গিত দিচ্ছে অভিনেত্রী শ্রীলীলার দিকেই। অভিনেত্রী শ্রীলীলা বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করলেও তিনি পড়াশুনা শেষ করেছেন চিকিৎসা শাস্ত্রে।
এদিকে কার্তিকের পরিবারে বাবা, মা ও বোন সবাই ডাক্তার। তাই শ্রীলীলাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন এমনটাই অনুমান করছেন ভক্তরা। ২০০১ সালের ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে এক তেলেগু পরিবারে জন্ম নেন শ্রীলীলা। চিকিৎসা শাস্ত্রে পড়াশুনা শেষ করলেও বিনোদন জগতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অভিনেত্রী।