প্রথমবারের মতো ‘মহানগর’ খ্যাত নির্মাতা আশফাক নিপুনের সঙ্গে কাজ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এই প্রথম জয়া আহসান কোনো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন যার নাম জিম্মি।
এই সিরিজটিতে জয়া আহসানকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। সে ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে জয়া আহসানের চরিত্রটি। ২৮ মার্চ সিরিজটি মুক্তি পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হৈচৈ।
এদিকে বাংলাদেশ-ভারত দুই দেশ মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়ার। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ওসিডি’ সিনেমা। এছাড়া দেশে মুক্তির তালিকায় রয়েছে ‘নকশীকাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ ইত্যাদি সিনেমাগুলো।