গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয়স্বার্থ-এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের আয়োজনে খুন, ধর্ষণ, মব জাস্টিস, চাঁদাবাজি, ছিনতাইসহ সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, সদস্য সচিব মোঃ জাকির হোসেন মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মহিবুল্লাহ এনিমসহ উপজেলা গণঅধিকার পরিষদের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।