৬৩ বছর বয়সের ‘হ্যারি পটার’ খ্যাত ব্রিটিশ অভিনেতা সাইমন ফিশার বেকার গত রবিবার (৯ মার্চ) মৃত্যুবরণ করেছেন। অভিনেতার মুখপাত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট। সংবাদমাধ্যমে পাঠানো শোকবার্তায় সাইমন ফিশারের মুখপাত্র লিখেছেন আমি শুধু তার কর্মী ছিলাম না, ১৫ বছরের বন্ধুত্ব ছিল আমাদের। খুব কাছের একজনকে হারালাম।
এই ব্রিটিশ অভিনেতা ‘হ্যারি পটার’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন । হ্যারি পটার’-এ হগওয়ার্টসের মুণ্ডকাটা ভূতের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এটি ছাড়াও সাইমন ‘ডক্টর হু’ নামে একটি জনপ্রিয় সিরিজে অভিনয় করেছিলেন।
বেশ কয়েকটি হিট টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। কমেডি চরিত্রের জন্যও পরিচিত ছিলেন এই অভিনেতা । বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।