আরসি ফুড ও ডিসি ফুডের আর্শীবাদ পুষ্ট বিতর্কিত বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে’র ক্ষমতার উৎস নিয়ে নানা মহলে চলছে গুনজন। জানা গেছে, পটুয়াখালী জেলার বাউফলে উক্ত পদে বদলী হয়েও অনিয়ম দুর্নীতির পাহাড় গড়েছেন। তবুও প্রশাসন সামান্যও তদন্ত কিংবা শাস্তি বহাল করতে পারেনি। এ নিয়ে বহুল প্রচারিত জাতীয় দৈনিকেও প্রচারিত হয়।
তার করা অনিয়ম দূর্নীতির মধ্যে রয়েছে পুরাতন ও ২০২৪ সালের ৫ আগষ্টের পড়ে নতুন খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ দিয়ে ২১ জনের কাছ থেকে মাথা পিছু নিয়ম বর্হিভূত ৫ হাজার করে টাকা হাতিয়ে নেয়া। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের কানে গেলে, মুঠো ফোনে সমঝতা করে নেয়। অন্যদিকে তিনি খাদ্য বান্ধব কর্মসূচীর সুবিধা ভুগীদের ও ওএমএস এবং খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারদের কাছ থেকে কার্ড ও ডিউর নামে নানা সময় অর্থ হাতিয়ে নেয়।
পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ নাসির উদ্দীন বলেন, এ পর্যন্ত কেউ বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর ভালো মন্দের ব্যাপারে মৌখিক বা লিখিত আকারে তাকে যানায়নি।