ইউক্রেনকে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য বিনিময় পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট। মস্কোর সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিতে রাজি হওয়ায় ওয়াশিংটন এই সিদ্ধান্ত নেন। খবর রয়টার্স সুত্রে জানা যায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এখন রাশিয়ার ওপর নির্ভর করছে, তারা এই প্রস্তাবে রাজি হবে কি না।কেননা পুরো বিষয়টি এখন মস্কোর হাতে। আমরা রাশিয়ার দিক থেকে দ্রুততম সময়ের মধ্যে ইতিবাচক সাড়া আশা করছি। এরপরই আসল সমঝোতার আলোচনা শুরু হবে।
এইদিকে, গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সৌদি আরবে ছিলেন; যদিও তিনি সরাসরি আলোচনায় অংশ নেননি। তবে যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই চুক্তি শুধু আকাশ ও নদীপথের জন্য নয়, বরং সমগ্র যুদ্ধক্ষেত্রের জন্য প্রযোজ্য।