পটুয়াখালীর গলাচিপায় গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ৯নম্বর ওয়ার্ডে অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১ টায় সারাদেশের ন্যায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর নেতৃত্বে অবৈধ ইট ভাটা অপসারণের উদ্যোগে ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উক্ত BBC ইট ভাটাটি যৌথ ভাবে এরশাদ মোল্লা, বশির তালুকদার মজিবর গাজী ও মনির ঢালী বহুদিন ধরে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনা করে আসছে। যেখানে কয়লা দিয়ে পুড়ানো কথা সেখানে তারা কাঠ ব্যবহার করে ইট ভাটায়। এতে উজার করা হচ্ছে বন। ভাটার নিকটস্থ এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। তাছাড়ানবিদ্যালয়ের পাশে ভাটা স্থাপন করায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়েও অভিযোগ করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, অবৈধ ইট ভাটা এই উপজেলায় যেখানেই আছে সেগুলোকে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।