চলছে পবিত্র মাহে রমজান মাস। আর এই রমজান মাসেই ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে আয়োজন করা হয়েছে এক অশ্লীল ফ্যাশন শো। প্রকাশ্যে বরফের মধ্যে আয়োজিত এই ফ্যাশন শো-তে অর্ধ-নগ্ন পুরুষ ও নারীদের পাতলা পোশাক পরে র্যাম্পে হাঁটছে।যা ঘিরে হচ্ছে ব্যাপক সমালোচনা।
এনডিটিভির সূত্রানুযায়ী, আজ সোমবার (১০ মার্চ) জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক প্রতিবেদনে বলেছেন, পবিত্র রমজান মাসে জম্মু ও কাশ্মীরে আয়োজিত ফ্যাশন শো’র কিছু ভিডিও ও ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে যা এক প্রকার ধর্মপ্রাণ মুসলমানের কাছে ক্ষোভের কারণ হয়ে দাড়িয়েছে। এই ধরনের অনুষ্ঠানের আয়োজন রাজ্যের সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করেছে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।