গত বুধবার (৫ই মার্চ ) ভারতের একটি শীর্ষস্থানীয় ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল বলিউড তারকা বিদ্যা বালানের নাম। মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যা তাঁর জীবনে এবং একজন নারীর জীবনে অর্থ কতটা জরুরি তা নিয়ে বলেছেন। আই লাভ মানি। টাকা কে না ভালোবাসে, বলতে পারেন? বিদ্যার মতে, প্রত্যেক নারীরই আর্থিক স্বাধীনতার খুবই প্রয়োজন। কেননা তিনি মনে করেন, টাকাই পারে মানুষের স্বপ্ন পূরণ করতে। টাকা আপনাকে শক্তি বা বস্তুগত জিনিস এবং নিরাপত্তাও দেয়। আপনি কিভাবে জীবনযাপন করতে চান, তা বাস্তবায়ন করা সম্ভব টাকা দিয়ে ।
শীর্ষস্থানীয় ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় খুশি মনে অভিনেত্রী বলেন দীর্ঘদিনের একটা ইচ্ছা পূরণ হলো। এ প্রসঙ্গে বিদ্যা বলেন, ২০১১ সালে “দ্য ডার্টি পিকচার” মুক্তির পর আমি অনেক “এনডোর্সমেন্ট”-এর প্রস্তাব পেয়েছিলাম। শুধু গাড়ি আর ব্যাংকের পাইনি। কিন্তু আজ আমার সেই ইচ্ছা পূরণ হলো।