“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১০টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশাসনের বিভিন্ন এনজিও ও সংস্থার ব্যানার সহ দুর্যোগের সংকেতিক পতাকা নিয়ে নির্বাহী অফিসের চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি মিছিল বের হয়। পরে র্যালি শেষে আলোচনা সভা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে দুর্যোগের প্রস্তুতি বিষয় জনসচেতনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য মোঃ জহির উন নবী, কৃষি -সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, প্রেসক্লাব সভাপতি মু :খালিদ হোসেন মিল্টন, গলাচিপা সদর ইউনিয়নে সিপিপি টিম লিডার মোঃ দেলোয়ার হোসেন, বিভিন্ন ইউনিটের টিম লিডার সহ স্বেচ্ছাসেবক সদস্য সহ প্রেস মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।