বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭ কোটি ডলার অর্থায়নের ঘোষণা করেছে কানাডা। কানাডাভিত্তিক গণমাধ্যম গ্লোবাল নিউজের প্রতিবেদন আনুযায়ী, রবিবার (৯ মার্চ) কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন এই অর্থায়নের ঘোষণা দিয়েছেন।
এক বিবৃতিতে কানাডার উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন বলেন, বাংলাদেশসহ বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চল গুলোর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ধারার মান উন্নত, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তার মাধ্যমে বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি। তাছাড়া দেশ গুলোর সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও দৃঢ়ভাবে শক্তিশালী করছে। একদিকে ট্রাম্প ক্ষমতায়ণের পর ইউএসএআইডির মাধ্যমে বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয়। অন্যদিকে কানাডার ফেডারেল লিবারেল সরকারের দৃষ্টিভঙ্গী অতুলনীয়।
কানাডার সরকার জানিয়েছে, নার্সিং খাতে নারীর ক্ষমতায়ন’ নামে একটি প্রকল্পের জন্য তিন বছরে ৬৩ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ রয়েছে। ভ্যানকুভারে অনুষ্ঠিত এ ঘোষণার অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।