পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মিঠুন কর্মকারের দোকান ঘরে অন্য ঘরের মালিক তালা মেরে দিয়েছে। রোববার (৯ মার্চ) বেলা ১২টার দিকে তিনি নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করেন।
তিনি বলেন, আমার পৈতৃক সূত্রে মিঠুন জুয়েলার্স নামে একটি জুয়েলারি রয়েছে, যা আমার পিতা সুনামের সাথে ২৫ থেকে ২৬ বছর ধরে পরিচালনা করে আসছে। একদল চক্র আমাকে আমার প্রতিষ্ঠান থেকে আমার পিতার ভোগবান ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ভিডিও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করার পায়তারা করে আসছে যারা আমাদের ওয়ারিশে নেই। দীর্ঘদিন ধরেই তারা আমার পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছে। যদিও তার পিতা স্থানীয় গুনি ব্যক্তিদের বিষয়টি জানিয়েছে।
এমতাবস্থায় তিনি প্রশাসনের প্রতি ন্যায় বিচারের দাবি জানান।